নয়াদিল্লিঃ নবি মুম্বইয়ে (Navi Mumbai)হাড়হিম করা ঘটনা। পরকীয়ার সন্দেহে স্ত্রীকে (Wife) পুড়িয়া মারল স্বামী। ঘটনার মোড় ঘোরাতে আত্মহত্যার মিথ্যা নাটক। অবশেষে গ্রেফতার স্বামী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নবি মুম্বইয়ের উরান এলাকার পাগোটেগাঁওয়ে। অভিযুক্ত যুবকের নাম রাজকুমার রামশিরোমণি সাহু। কয়েক বছর আগে জাগরানি রাজকুমার সাহুর সঙ্গে বিয়ে হয় তার। সম্প্রতি স্ত্রীকে সন্দেহ করতে লাগে রাজকুমার। এই নিয়ে মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। বচসা চরমে পৌঁছলে স্ত্রীর হাত পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেয় সে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার মোড় ঘোরাতে রাজকুমার দাবি করে, গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছে স্ত্রী। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। স্ত্রীকে খুনের দায়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী
Navi Mumbai Man Sets Wife Ablaze Suspecting Affair, Tries To Pass It Off As Suicide https://t.co/g3CDOPoQUe pic.twitter.com/lBRKiKEpSI
— NDTV (@ndtv) August 28, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)