বিগত কয়েকদিন যাবত বিমান সংস্থায় একটানা বোমা হামলার হুমকি আসছে। কখনও এয়ার ইন্ডিয়া (Air India), কখনও ইন্ডিগো (IndiGo)। সোমবার মুম্বই থেকে জেদ্দাগামী (Jeddah) ইন্ডিগো 6E 56 বিমানটি বোমাতঙ্কের শিকার হয়। যাত্রী বোঝাই বিমানে বোমা হামলার হুমকি ইমেল আসতেই উড়ান বাতিল করা হয়। বিমানবন্দরের প্রোটোকল অনুসারে, যাত্রীদের নামিয়ে খালি বিমানটিকে একটি বিচ্ছিন্ন উপসাগরে নিয়ে যাওয়া হয়। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে বিমানের নিরাপত্তাজনিত যাবতীয় পরীক্ষানিরীক্ষা শুরু হয়। ইন্ডিগো মুখপাত্রের তরফে জানানো হয়েছে, বিমানে বোমা হামলার হুমকির খবর ছড়াতেই যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্কের সৃষ্টি হয়। যাত্রী সুরক্ষা নিশ্চিত করে একে একে যাত্রী এবং ক্রু সদস্যদের বিমান থেকে নামিয়ে আনা হয়। যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে মুখপাত্রের তরফে জানানো হয়েছে।
মুম্বই থেকে জেদ্দাগামী ইন্ডিগো বিমানে বোমা হামলার হুমকি...
#IndiGo flight 6E 56 operating from Mumbai to Jeddah received a bomb threat. As per protocol, the aircraft was taken to an isolated bay, and following the standard operating procedures, mandatory security checks were promptly initiated: Indigo Spokesperson #TV9Gujarati #TV9News pic.twitter.com/qBblgavLSp
— Tv9 Gujarati (@tv9gujarati) October 14, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)