নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডের(R G Kar Rape Case) জেরে যখন রাস্তায় নেমেছে গোটা দেশ, তখন আবারও সামনে আসছে এই ধরনের অপরাধমূলক ঘটনা। এ বার ১০ বছরের কিশোরীকে যৌন হেনস্থার(Sexually Assault) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai)দম্বিভালির(Dombivali ) মানপাদার (Manpada)আদিভালি গ্রামে। ধৃতের নাম ধর্মেন্দ্র যাদব। জানা গিয়েছে, গ্রামে খেলতে বেরিয়েছিল ওই কিশোরী। তাকে একা পেয়ে যৌন হেনস্থা করে ধৃত ধর্মেন্দ্র। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে পরদিনই অভিযুক্তকে গ্রেফতার করে মানপাদা পুলিশ। তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
১০ বছরের কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ
𝗠𝗶𝗻𝗼𝗿 𝗮𝗯𝘂𝘀𝗲𝗱 𝗶𝗻 𝗗𝗼𝗺𝗯𝗶𝘃𝗮𝗹𝗶 |
Manpada police in Dombivali has arrested a youth Dharmendra Yadav for sexually molesting a 10 year old minor girl. Girl had gone to his house in Adivali village to play, when he he sexually abused her. She told her parents, who… pic.twitter.com/ujeSwufhlT
— MUMBAI NEWS (@Mumbaikhabar9) August 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)