মুম্বইয়ের মসজিদ বন্দর এলাকার (Mumbai Masjid Bunder) বহুতলে আগুন লেগে সাংঘাতিক কাণ্ড। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। মৃতদের দুজনই মহিলা। রবিবার সকালে মসজিদ বন্দর এলাকায় একটি বহুতল ভবন অগ্নিকাণ্ড ঘটে। বহুতলে আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। তা সত্ত্বেও প্রাণহানি এড়ানো গেল না। আবাসনের দুই বাসিন্দা মারা যান। এছাড়া আহত হন আরও একজন মহিলা। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্যে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশনের (BMC) তরফে মসজিদ বন্দর এলাকায় বহুতলে আগুন লেগে প্রাণহানির খবরে নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে বিএমসি এও জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে বহুতলে আগুন লাগল সেই রহস্য সমাধানের চেষ্টা চলছে।

বহুতলে আগুন লেগে মৃত ২ মহিলাঃ

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)