Madhya Pradesh: মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে এক সরকারী হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। ইন্দোর থেকে ২৫ কিলোমিটার দূরের মাহও-য়ে এক সরকারী হাসপাতালের শৌচালয় থেকে একটি সদ্যোজাত দেহ মুখে করে তুলে বাইরে আনল কুকুর। হাসপাতালের নিরাপত্তা কর্মী দেখতে পেয়েই কুকুরটিকে তাড়িয়ে, দেহটি উদ্ধার করে।

সরকারী হাসপাতালের ভিতর কী করে এমন কাণ্ড ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে শনিবার রাত দেড়টা থেকে ২টোর মধ্যে এক তরুণী হাসপাতালের শৌচালয়ে ঢোকে। ১৭ বছরের সেই তরুণী রাত ৯টা নাগাদ সেই হাসপাতালে ভর্তি হয়েছিল। কলিকের ব্যথার কথা বলে সে ভর্তি হয়। কিন্তু সে গর্ভবতী বলে নার্সদের সন্দেহ হয়। সেই তরুণীই শৌচালয়ে সদ্যোজাত জন্ম দেয় বলে মনে করা হচ্ছে। এরপর সেই তরুণী শৌচালয় থেকে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যায় বলে খবর।

দেখুন খবরটি

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)