আগামী ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। ২১ জুলাই থেকে শুরু হয়ে সংসদের বর্ষাকালীন অধিবেশনের সমাপ্তি হবে ১২ আগস্ট। সংসদ বিষয় মন্ত্রী কিরেন রিজিজু বুধবার জানিয়েছেন, ভারত সরকার ২১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটি এই বর্ষাকালীন অধিবেশনের তারিখগুলি সুপারিশ করেছে বলে সাংবাদিকদের জানান কিরেন রিজিজু। উল্লেখ্য ২০২৫ সালের প্রথম সংসদ অধিবেশন  এই বছরের ৩১ জানুয়ারী শুরু হয়েছিল।এরপর লোকসভা এবং রাজ্যসভা উভয়ই ৪ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়।

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)