নয়াদিল্লিঃ এবার ২০ লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ বাঁদরের (Monkey) বিরুদ্ধে। হীরে ব্যবসায়ীর হাত থেকে ২০ লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ নিয়ে পালাল বাঁদর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরায় (Mathura)। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম অভিষেক আগারওয়াল। আলিগড়ের বাসিন্দা। শনিবার পরিবারের সঙ্গে মথুরার বাঁকে বিহারী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল গয়না ভর্তি ব্যাগ। মন্দিরে পৌঁছে গাড়ি পার্ক করে হেঁটে যাওয়ার সময় তাঁর হাত থেকে ওই গয়নাভর্তি ব্যাগ নিয়ে দৌড় দেয় একটি বাঁদর। কী করবেন বুঝে না পেরে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন তিনি। সেখানে উপস্থিত কিছু ভক্ত তাঁকে পরামর্শ দেন বাঁদরটিকে খাবারের লোভ দেখাতে তাহলে কাছাকাছি আসতে পারে সে। কিন্তু সেই চেষ্টাও বৃথা হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন অভিষেক নামে ওই ব্যবসায়ী। এরপর পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার হয় ব্যাগটি।

২০ লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ নিয়ে পালাল বাঁদর, মাথায় হাত ব্যবসায়ীর

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)