নয়াদিল্লিঃ নাবালিকাকে (Minor) ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন (Murder) করে গোটা ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা। গ্রেফতার নাবালক। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভান্দুপে। জানা গিয়েছে, মৃতার বয়স ১৫। একটি আন্তর্জাতিক ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত ওই নাবালিকা। সেখানেই অভিযুক্তের সঙ্গে পড়ত ওই নাবালিকা। গত ২৪ জুন, ওই তরুণের আবাসনে যায় তরুণী। দু'জনে মিলে ছাদে ওঠে তারা। সেখানেই পড়াশোনা নিয়ে আলোচনা চলতে চলতে 'ডেটিং' নিয়ে তাদের মধ্যে বচসা বাঁধে। বচসা চরমে পৌঁছলে ওই নাবালিকাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয় সে। ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ওই নাবালিকার। এরপরই গোটা ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে সে। খুনের দায়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

সহপাঠীকে বহুতলের ছাদ থেকে ঠেলে ফেলে দিল নাবালক

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)