Mathura: ট্রেনের টিকিট মূল্যের সঙ্গে অতিরিক্ত ২০ টাকা দিতে হয়েেছিল, ২২ বছরের আইনি লড়াই শেষে পেলেন সুবিচার
সালটা ১৯৯৯। সরকারি ক্ষেত্রে আর্থিক প্রতারণার শিকার হয়েছিলেন। ট্রেনের টিকিট কাটতে গিয়ে রেলকর্মীর তোলাবাজির মুখে পড়েন আইনজীবী তুঙ্গনাথ চতুর্বেদী (Advocate Tungnath Chaturvedi)।
সালটা ১৯৯৯। সরকারি ক্ষেত্রে আর্থিক প্রতারণার শিকার হয়েছিলেন। ট্রেনের টিকিট কাটতে গিয়ে রেলকর্মীর তোলাবাজির মুখে পড়েন আইনজীবী তুঙ্গনাথ চতুর্বেদী (Advocate Tungnath Chaturvedi)। ৭০ টাকা দিয়ে দুটি টিকিট কিনে তাঁকে দিতে হয়েছিল ৯০ টাকা। টাকার অঙ্ক কম হলেও এই অন্যায়ভাবে তোলা আদায় মানতে পারেননি মথুরার ওই আইনজীবী। আদালতে মামলা ঠুকে দিয়েছিলেন।
এর মধ্যে কেটে গেছে ২২টা বছর। গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। কিন্তু আইনি লড়াই থেকে পিছে হটেননি তিনি। আর আজ তারই ফল মিলল। আদালত তুঙ্গনাথ চতুর্বেদীর পক্ষেই মামলার রায় দিয়েছে। সেদিনের সেই দুর্নীতি করে নেওয়া ২০ টাকার বদলে আজ ভারতীয় রেল তুঙ্গনাথবাবুকে দেবে ১৫ হাজার টাকা। এতদিনে সুবিচার পেয়ে, তিনি বলেন, "এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে আমার আইনি লড়াই।"
পড়ুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)