ভরা নদীর সামনে দাঁড়িয়ে ওরা তিনজনে সেলফি তুলছিল। মহারাষ্ট্রের বেদ জেলার কাভাদ গ্রামে নতুন বিয়ে বন্ধুর বাড়িতে গিয়েছিল দম্পত। সেখান থেকে ঘুরতে গিয়ে শুরু হয় ছবি তোলা পর্ব। আর এই ছবি তোলার নেশাতেই নদীতে ভেসে গেল তিনটি প্রাণ। শনিবার রাতে নদী থেকে তাহা শেখ (২০) নামের এক মহিলার দেহ সবার আগে তোলা হয়। এরপর তাঁর স্বামী সিদ্দিকি পাঠান শেখ (২২) এবং তাঁর স্বামীর বন্ধু শাহাবের মরদেহ উদ্ধার হয়।
কাভাদ গ্রাম থেকে ৩৮৫ কিলোমিটারপ দূরে নদীতে উদ্ধার হয় তাঁদের দেহ। তিনজনে নিখুঁত সেলফি নিতে নদীর অনেকটা গভীরে গিয়েছিলেন, স্রোতের টানে তিনজনে ভেসে যান। এক প্রত্যক্ষদর্শী নাবালক জানায়,সেলফি তুলতে গিয়ে প্রথম সেই মহিলা ডুবে যান, তাঁকে টেনে তুলতে গিয়ে এরপর দুজনে ভেসে যান।
দেখুন টুইট
Married Couple, Friend Drown In Maharashtra River While Clicking Selfies https://t.co/Oj1LKFUW9r pic.twitter.com/c0rQthd15S
— NDTV News feed (@ndtvfeed) April 3, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)