আজ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে নাম প্রত্যাহারের শেষ দিন । রাজ্যের ২৮৮ টি আসনে ৭ হাজার ৯৯৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। ভোটের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। মূল প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছে মহাযুক্তি জোট ও মহাবিকাশ আঘাড়ি জোট। ক্ষমতাসীন মহাযুক্তি জোটে রয়েছে বিজেপি, শিবসেনা ও অজিত পাওয়ারের এন সি পি এবং বিরোধী মহাবিকাশ আঘাড়ি জোটে রয়েছে কংগ্রেস, শিবসেনা (ইউ বি টি), এবং এন সি পি শারদ পাওয়ার গোষ্ঠী। তবে ছোট দল এবং নির্দল প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন।এদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে সবার নজর ছিল  মারাঠা সমাজকর্মী মনোজ জারাঙ্গে পাটিল এর ওপর। কিন্তু আজ শেষ দিনে হঠাতই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মারাঠা সমাজকর্মী মনোজ জারাঙ্গে পাটিল। সোমবার তিনি সাংবাদিক বৈঠক করে বলেন যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে অংশ নেবেন না। নিজের দলের প্রার্থীদের মনোনয়ন তুলে নিতে বলেন তিনি।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)