কলকাতার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে আরজি কর- কাণ্ডের প্রতিবাদে মিছিল চলছে। মধ্যপ্রদেশের ইন্দোরের মহারাজা যশওয়ান্তরাও হাসপাতালের ডাক্তাররা মোমবাতি মিছিল বের করেন। খুনির ফাঁসি চেয়ে পোস্টার হাতে দেখা যায় প্রতিবাদরত ডাক্তারদের। শতাধিক ডাক্তার, চিকিতসা কর্মী এই মোমবাতি মিছিলে অংশ নেন।

সোমবার বিকেলে কলকাতার রাজপথ জুড়ে শোনা গেল জনগণের গর্জন। ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে তরুণী জুনিয়র চিকিৎসককে খুনের ঘটনার প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করলেন কলকাতার বিশিষ্ট নাগরিক থেকে শুরু করে বিভিন্ন পেশার সাধারণ মানুষ। আরজি কর হাসপাতাল পর্যন্ত হাঁটলেন তাঁরা।

আন্দোলনকারী চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে এদিন মিছিলে অংশ নিয়েছিলেন শিক্ষক, পড়ুয়া থেকে অভিনেতা ঋদ্ধি সেন, কৌশিক সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রাও। মৃত চিকিৎসকের খুনের বিচার, চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আজ গর্জে উঠেছে তিলোত্তমা।

দেখুন ভিডিয়ো

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)