মহাকুম্ভে (Maha Kumbh 2025) যেতে পারছেন না। এই রাগ, ক্ষোভ থেকে মহাকুম্ভগামী ট্রেনের (Train) জানলার কাঁচ ভাঙলেন বেশ কিছু যাত্রী। শুনতে অবাক লাগলেও, বিহারের মধুবনী স্টেশনে এবার এমন দৃশ্যই চোখে পড়ল। যেখানে মহাকুম্ভগামী ট্রেন এসে দাঁড়ালে, এসি কোচের সামনে বেশ কয়েকজন যাত্রী হাজির হন। রাগের চোটে ওই যাত্রীরাই ট্রেনের জানলার কাঁচ ভেঙে দেন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জানলার কাঁচ বাড়ি মেরে ভাঙতে দেখা যায় কিছু যাত্রীকে। যা নিয়ে ট্রেনের ভিতরে বসে থাকা যাত্রীদের সঙ্গে বিবাদ শুরু হয় বাইরে থাকা মানুষজনের। প্রসঙ্গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। তলবে ফেব্রুয়ারির প্রায় শেষ পর্যন্ত। মহাকুম্ভে পূণ্যস্নান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হচ্ছেন। বিদেশ থেকেও বহু মানুষ মহাকুম্ভে হাজির হচ্ছেন পূণ্যলাভের আশায়।

দেখুন মহাকুম্ভগামী ট্রেনের জানলার কাঁচ কীভাবে ভাঙা হচ্ছে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)