আর্থিক সমস্যায় জেরবার হয়ে আত্মঘাতী হল এক দম্পতি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায় (Ludhiana)। জানা যাচ্ছে, কয়েকবছর আগে একটি প্রাইভেট ব্যাঙ্ক থেকে ব্যবসার কারণে ২ কোটি ৩৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন এক পঞ্চাশোর্ধ দম্পতি। ঋণ নেওয়ার পর এখনও পর্যন্ত ৫৫টি ইএমআই পরিশোধ করে ফেলেছিলেন তাঁরা। কিন্তু চলতি মাসে কোনও কারণে তাঁরা একটি ইনস্টলমেন্টের টাকা দিতে পারেননি। যার ফলে সমস্যায় পড়েন তাঁরা। বিগত কয়েকদিনে ২০০টির বেশি ফোন কল এবং বাড়ি এসে হুমকি দিত ব্যাঙ্ককর্মীরা। যার ফলে মানসিক অবসাদের কারণে বিষ খেয়ে আত্মঘাতী হন জসবীর সিং এবং তাঁর স্ত্রী কুলদীপ কৌর। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্তও শুরু করেছে তদন্তকারীরা।

দেখুন পুলিশ আধিকারিকের বক্তব্য

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)