জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) কি বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন? গত কয়েক ঘণ্টায় এমনই একটি প্রশ্নে তোলপাড় শুরু হয়। ৪ এপ্রিল একটি ট্য়ুইটার হ্যান্ডেলের তরফে দাবি করা হয়, দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। বৃহস্পতি দুুপুর ১২.৫৫ নাগাদ ওই ট্য়ুইট করা হয়। জানানো হয় ওইদিন দুপুর ৩টে নাগাদ প্রকাশ রাজ গেরুয়া শিবিরে যোগ দেবেন। অপরিচিত ট্যুইটার হ্যান্ডেলের তরফে ওই ট্যুইট করার ঠিক ২ ঘণ্টা পর প্রকাশ পালটা উত্তর দেন। প্রকাশ রাজ বলেন, তিনি যাতে বিজেপিতে যোগ দেন, এমন চেষ্টা  হয়েছে বলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলটি মনে করে। তবে তাঁকে কেনার মত ধনী (আদর্শগতভাবে ধনী) তাঁরা নন।  এ বিষয়ে তাঁর অনুরাগীদের কী মত বলেও প্রশ্ন করেন প্রকাশ রাজ।

দেখুন কী লিখলেন অভিনেতা...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)