রাস্তা পার হচ্ছে সিংহ (Lion)। ধীর গতিতে রাস্তার এপার থেকে ওপারে চলে যাচ্ছে বনের রাজা। সিংহ যখন রাস্তা পার হচ্ছে, সেই সময় বনের রাজাকে দেখে সেখান থাকা প্রায় সমস্ত গাড়ি থেমে যায়। লরি থেকে ছোট গাড়ি কিংবা বাস, একের পর এক গাড়ি সেখানে আটকে পড়তে শুরু করে। জঙ্গল থেকে বেরিয়ে অবলীলাক্রমে সিংহ যখন রাস্তা পার হচ্ছে, তা দেখে সেখানে হাজির প্রত্যেকে অবাক হয়ে যান। সেই সঙ্গে সিংহের আগমণে জনমানব শূণ্য হয়ে পড়ে রাস্তা প্রকাশ্য দিবালোকে। গুজরাটের ভাবনগরের রাস্তায় সিংহের হাজিরা চোখে পড়ে। সিংহটি রাস্তা পার হয়ে, সেখানে থাকা একটি মন্দিরের দিকে ক্রমাগত এগিয়ে যেতে শুরু করে। প্রসঙ্গত গুজরাটের পাশাপাশি তেলাঙ্গানায়ও বিভিন্ন সময়ে বাঘের দেখা মেলে। রাতের অন্ধকারে মানুষ, গাড়ি কোনও কিছু তোয়াক্কা না করে রাস্তা পার হয়ে যায় বাঘ (Tiger)।
দেখুন প্রকাশ্যে দিবালোকে কীভাবে রাস্তা পার হচ্ছে সিংহ...
जब निकले जंगल के महाराज
सड़क पर थम गई वाहनों की रफ्तार
यह दृश्य भावनगर-सोमनाथ हाईवे का है। सड़क पार करनी थी तो वाहन ऐसे रुक गए जैसे वीवीआईपी के लिए रूट लगा दिया गया हो। #Bhavnagar #Somnath #gujrat pic.twitter.com/whpmcFeMDr
— Ajit Singh Rathi (@AjitSinghRathi) February 18, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)