বিষ্ণোই সমাজের যে যুব মোর্চা রয়েছে, সেখানকার সভাপতি করা হল লরেন্স বিষ্ণোইকে (Lawrence Bishnoi)। বিষ্ণোই সমাজের সিদ্ধান্ত অনুযায়ী এবার লরেন্স বিষ্ণোইকে তাদের যুব মোর্চার সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বলে খবর। সম্প্রতি এক নাগাড়ে খবরের শিরোনামে উঠে আসতে শুরু করেছে লরেন্স বিষ্ণোই। গত ১২ অক্টোবর বাবা সিদ্দিকিকে খুন করে বিষ্ণোই গ্যাং। বাবা সিদ্দিকির অফিসের বাইরে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে। সলমন খানের (Salman Khan) ঘনিষ্ঠ হওয়ায়, তাঁকে সাহায্য করাতেই বাবা সিদ্দিকিকে (Baba Siddiqui) খুন করা হয়েছে বলে দাবি করা হয় বিষ্ণোই গ্যাংয়ের তরফে। শুধু তাই নয়, এবার থেকে যে বা যাঁরা সলমন খানকে সাহায্য করবেন, তাঁদের ফল ভুগতে হবে বলেও হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির জেরে সলমন খানের নিরাপত্তা যেমন বাড়ানো হয়, তেমনি জিশান সিদ্দিকিকেও (Zeeshan Siddiqui) দেওয়া হয় কড়া নিরাপত্তা পুলিশের তরফে। এবার সেই কুখ্যাত গ্যাংস্টারকেই বিষ্ণোই গ্যাংয়ের যুব সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
বিষ্ণোই সমাজ কী ঘোষণা করল দেখুন...
#BREAKING : बिश्नोई समाज का बड़ा फैसला, युवा मोर्चा के अध्यक्ष बने लॉरेंस बिश्नोई#LawrenceBishnoi | #BishnoiSamaj pic.twitter.com/SD2FyKstY8
— NDTV India (@ndtvindia) October 29, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)