রিলের মাধ্যমে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরার সুযোগ এনে দিয়েছে সোশ্যাল মিডিয়া। ফলে আজকাল রাতারাতি জনপ্রিয় হয়ে উঠতেও বেশি সময় লাগে না। এমনকী রিল বানানোর চক্করে নিজের জীবনকে বিপদের মুখে ঢেলে দিতেও পিছবা হননা অনেকে।  এবার সেই নেশার জেরে প্রাণ গেল এক যুবকের।  ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। স্ত্রীয়ের ইনস্টাগ্রাম রিল করার আসক্তি ও নেশার চোটে বিরক্ত হয়ে আত্মহত্যা করলেন স্বামী। মৃত ব্যক্তির নাম কুমার (৩৩), তিনি চামরাজানগর জেলার পিজি পালিয়ার বাসিন্দা।পুলিশ জানায়, কুমার একজন কুলি ছিলেন। দিন আনি দিন খাইয়ের সংসারে স্ত্রীর প্রতি বিরক্ত ছিল সে, কারণ তাঁর স্ত্রী সমস্ত কাজ ছেড়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আঠার মত লেগে থাকতেন। তারই কাজ ছিল প্রায়শই রিলগুলি তৈরি করা এবং আপলোড করা। বহুবার এই নিয়ে স্বামী স্ত্রীয়ের মধ্যে বচসা হয়েছে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় ৩৪ বছর বয়সী কুমার হানুরের কাছে একটি গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ খবর পেয়ে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কোন সুইসাইড নোট পাওয়া যায় নি।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)