র রামবান জেলায় প্রবল ঝড়বৃষ্টির জেরে উপড়ে পড়ল একাধিক গাছ। গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি। আচমকা এই দুর্যোগে আতঙ্ক ছড়ায় এলাকায়। ঝড় থামার পর বুধবার উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল নাগাদ হঠাৎই ঝড়-বৃষ্টি শুরু হয়। প্রবল হাওয়ার জেরে রাস্তাঘাটে বেশ কয়েকটি বড় গাছ উপড়ে পড়ে। সেই গাছের নিচে চাপা পড়ে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)