জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় ও চূড়ান্ত পর্বের প্রচার আজ শেষ হল। মঙ্গলবার তৃতীয় দফায় ৪০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। ৪০টি আসনের মধ্যে ১৬টি বিধানসভা কাশ্মীর বিভাগে, আর ২৪টি বিধানসভা জম্মু অঞ্চলের। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে তিন দফায় জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এর পর  ১ অক্টোবর তৃতীয় দফা নির্বাচনের পর আগামী ৮ অক্টোবর ভোট গণনা হবে উপত্যকায়।

যে কাশ্মীর একদা ‘ভোট বয়কট’ আর ‘সেনাবাহিনীকে হেনস্থা’র জন্য পরিচিত ছিল, সেখানে লোকসভা ভোটে মে মাসে গোটা রাজ্যেই শান্তিপূর্ণভাবে ভোট পড়ে প্রায় ৫৯ শতাংশের কাছাকাছি। তখনই বোঝা যাচ্ছিল ওখানে কিছু একটা বড়সড় পরিবর্তন অবশ্যই ঘটতে চলেছে বিধানসভা নির্বাচনে। গত ১৮ সেপ্টেম্বর প্রথম দফার ভোটের পর দেখা যায় ৬১ শতাংশের বেশি ভোট রেকর্ড করা হয়েছে। তাঁর পরেই জানান, কাশ্মীরে লোকসভা আর বিধানসভা নির্বাচন মিলিয়ে গত সাতটা ভোটের রেকর্ড ভেঙে দিয়েছে এই হিসেব। আর গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দ্বিতীয় দফার ভোটগ্রহণেও অভাবনীয় সাড়া মিলেছে, প্রাথমিক হিসেবে সে দিনও ভোট পড়েছে ৫৬ শতাংশর বেশি।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)