মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat)। তড়িঘড়ি ইন্ডিগোর (IndiGo) জরুরি অবতারণ। রবিবার মধ্যপ্রদেশের জবলপুর থেকে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগো 6E 7308 ফ্লাইটটি (IndiGo Flight)। মাঝ আকাশে বোমা হুমকির খবর পেয়ে বিমানটিকে নাগপুরে ঘুরিয়ে নেন চালক। ইন্ডিগোর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, হায়দরাবাদ থেকে পথ ঘুরিয়ে মহারাষ্ট্রের নাগপুরে ফ্লাইটটি অবতারণের পর সকল যাত্রীকে নামিয়ে এনে বিমান খালি করা হয়। এরপরেই শুরু হয় বিমানের নিরাপত্তা পরীক্ষা। জানানো হয়, যাত্রীদের জন্যে বিকল্প বিমানের ব্যবস্থা করা হবে সংস্থার তরফে। ততক্ষণে বিমান যাত্রীদের জন্যে প্রয়োজনীয় পানীয় এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে।
মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক...
Flight 6E 7308 operating from Jabalpur to Hyderabad was diverted to Nagpur due to a bomb threat. Upon landing, all passengers were disembarked and mandatory security checks were promptly initiated..." IndiGo pic.twitter.com/X8VUnGV6dZ
— ANI (@ANI) September 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)