জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা রবিবার সন্ত্রাসী হামলায় নিহত সঞ্জয় শর্মার স্ত্রী সুনীতা শর্মার হাতে তুলে দিলেন চাকরির নিয়োগপত্র। ২০২৩ এর ২৬ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জেলার আচান এলাকায় সন্ত্রাসবাদী হামলায় কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মা নিহত হন। রাজভবনে সঞ্জয়ের বিধবা স্ত্রীকে নিয়োগপত্র হস্তান্তর করে গভর্নর সিনহা শোকাহত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহত সঞ্জয় শর্মা একটি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী ছিলেন। কাজে যাওয়ার আগে যখন পুলওয়ামা জেলার আচানে স্থানীয় বাজারে যাচ্ছিলেন তখন সন্ত্রাসীবাদীরা গুলি চালায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি মারা যান।
২০২৩ এর শুরু থেকেই মাঝেমাঝেই অশান্ত হয়ে উঠছে কাশ্মীর। এই মাসের শুরুর দিকে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে একটি অতর্কিত হামলায় ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান নিহত হয়েছিল। সরকারী বিবৃতি অনুসারে, ৬-৭জন সন্ত্রাসবাদীর একটি গোষ্ঠীর গুলিতে জওয়ানদের বহনকারী একটি সেনা ট্রাকে আগুন লেগে যায়। তাতেই ৫ জওয়ানের মৃত্যু হয়।
J-K: L-G Sinha hands over appointment letter to widow of Kashmiri Pandit killed in terror attack
Read @ANI Story | https://t.co/WTTVf5KxTm#LGManojSinha #KashmiriPandit #JammuKashmir #SanjaySingh pic.twitter.com/tjtf3Af7bB
— ANI Digital (@ani_digital) May 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)