বুধবার রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) তাদের মুদ্রা নীতি ঘোষণা করলো। মুম্বইতে রিজার্ভ ব্যাঙ্ক-এর মুদ্রা নীতি কমিটির তিন দিনের বৈঠকের শেষ দিনে গভর্নর সঞ্জয় মালহোত্রা (RBI Governor Sanjay Malhotra) বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন।উল্লেখ্য, মুদ্রা নীতি কমিটি, ঋণের ওপর সুদের হার হ্রাস সহ অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণের জন্যে কি ঘোষণা করে, সেই দিকেই এদিন সকাল থেকে তাকিয়েছিলেন শিল্প ও বাণিজ্য মহল এবং নীতি নির্ধারকেরা। বুধবার ঋণনীতি ঘোষণায় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানালেন, রেপো রেট অর্থাৎ যে সুদে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদে ধার দেয় আরবিআই তা বদলাচ্ছে না, সেটি ৫.৫ শতাংশই থাকছে।

গত আগস্টে MPCর আগের বৈঠকে রেপো রেট  ৫.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিলো।চলতি বৈঠকের আগে স্টেট ব্যাঙ্কের এক রিপোর্টে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে ২৫ বেসিস পয়েন্ট রেট কমানোর সুপারিশ করা হয়।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)