ঈশ্বরকণার ( হিগস-বোসন) অন্যতম আবিষ্কারক নোবেলজয়ী ব্রিটিশ পদার্থবিদ পিটার হিগস প্রয়াত।তার বয়স হয়েছিল ৯৪ বছর। ব্রিটেনের এডিনবোরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর মৃত্যুর কথা জানানো হয়।উল্লেখ্য, পিটার হিগস ,অধ্যাপক সত্যেন বোসের সঙ্গে যৌথভাবে এই কণার অস্তিত্বের কথা বলেছিলেন। পঞ্চাশ বছর পর লার্জ হেড্রন কোলাইডারের পরীক্ষায় এই কণার অস্তিত্ব প্রমাণিত হয়েছে। ২০০৪ সালে তিনি উলফ পুরস্কারে সম্মানীত হন কিন্তু প্যালেস্তিনীয়দের প্রতি ইজরায়েলের আচরণের বিরুদ্ধে ছিলেন বলে উলফ পুরস্কার গ্রহণ করতে তিনি জেরুজালেম যাননি।
রয়্যাল সোসাইটির একজন সম্মানীয় সদস্য হিসাবে হিগস তার পেশাগত জীবনের বেশিরভাগ সময় এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছেন। ২০১২ সালে তার সম্মানে বিশ্ববিদ্যালয়ে হিগস সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স স্থাপন করা হয়। হিগসের মৃত্যুতে শোকের ছায়া।
British physicist Peter Higgs, known for theorising Higgs boson, dies at 94
Read: https://t.co/6TWH3KJMxphttps://t.co/6TWH3KJMxp
— WION (@WIONews) April 9, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)