Russian Oil Trump India: রাশিয়ার থেকে তেল কেনা চালিয়ে গেলে অতিরিক্ত চড়া শুল্ক আরোপ করা হবে ভারতের ওপর। নরেন্দ্র মোদীর সরকারকে এমন হুমকিও দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (USA President Donald Trump)। রাশিয়ার তেল কিনে তা খোলা বাজারে বিক্রি করছে মোটা মুনাফা কামাচ্ছে ভারত। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির কড়া জবাব দিল নয়া দিল্লি। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (MEA Spokesperson Randhir Jaiswal) বলেন, " জাতীয় স্বার্থ ও আর্থিক নিরাপত্তা রক্ষার জন্য ভারত সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপে তেল সরবরাহ বাড়ায় ভারত বাধ্য হয়ে রাশিয়া থেকে তেল আমদানি করে, যাতে দেশের জনগণের জন্য সস্তা ও স্থায়ী জ্বালানি পাওয়া যায়।

ট্রাম্প ও ইউরোপিয়ান ইউনিয়নকে জবাব দিয়ে ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানায়, "ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করায় আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের সমালোচনার মুখে পড়ে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপে তেল সরবরাহ বাড়ায় ভারত বাধ্য হয়ে রাশিয়া থেকে তেল আমদানি করে, যাতে দেশের জনগণের জন্য সস্তা ও স্থায়ী জ্বালানি পাওয়া যায়।

এদিকে, ইউরোপ ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে ৬৭.৫ বিলিয়ন ইউরোর পণ্য এবং ১৭.২ বিলিয়ন ইউরোর সার্ভিস ট্রেড করেছে। আমেরিকাও রাশিয়া থেকে ইউরেনিয়াম, প্যালাডিয়াম, সার আমদানি করছে। তাই শুধু ভারতকে দোষারোপ করা একেবারেই অন্যায়। ভারত নিজের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

আসলে, যুদ্ধ শুরু হলে ইউরোপের দেশগুলো অন্য দেশ থেকে তেল নিতে শুরু করে। ফলে ভারতের পুরোনো তেলের উৎস বন্ধ হয়ে যায়। তখন আমেরিকাই চেয়েছিল ভারত যেন রাশিয়া থেকে তেল কিনে, যাতে বিশ্বজুড়ে জ্বালানির বাজার স্থির থাকে। ভারতের এই তেল আমদানি মূলত দেশের সাধারণ মানুষের জন্য জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সব সময় সরবরাহ নিশ্চিত করতেই করা হয়। এটা তখনকার বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে বাধ্যতামূলক ছিল।"

ট্রাম্পকে ভারতের জবাব

দেখুন ট্রাম্পের হুমকির পর নয়া দিল্লির জবাব

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)