প্রবল বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর দিতে কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রক লঞ্চ করল 'ভারত ফোরকাস্ট সিস্টেম'(Bharat Forecast System)। দেশের মহিলা বিজ্ঞানীরাই এই অত্য়াধুনিক পূর্বাভাস পদ্ধতি লঞ্চ করলেন। Bharat Forecast System-র মাধ্যমে দেশের প্রতিটি পঞ্চায়েতে এবার স্থানীয়ভাবে বৃষ্টি, বজ্রাপত, ঝড়ের পূর্বাভাস জানানোর ব্যবস্থা করা যাবে। গ্রামে এবার ভারী বৃষ্টিপাত, বড় ঝড় হলেই পঞ্চায়েত অফিস পূর্বাভাস করার ব্যবস্থা করতে পারবে।

অত্যাধুনিক ৬ কিলোমিটার হাই রিজোলিউশন নিউমারিকাল মডেলের এই Bharat Forecast System-এর মাধ্যমে সূদুর গ্রামেগঞ্জের বৃষ্টিপাতের আগাম পূর্বাভাসও কার যাবে। একেবারে পঞ্চায়েত স্তরেও কাজে লাগানো হবে 'ভারত ফোরকাস্ট সিস্টেম'।

দেশের আবহাওয়া পূর্বাভাসে বিপ্লব আনতে পারে এই পদ্ধতি

ভারতে বিভিন্ন সময় প্রবল বৃষ্টিপাত, ধুলো ঝড়, কালবৈশাখী, বজ্রপাতের মত ঘটনায় প্রাণহানি, ক্ষয়ক্ষতির মত ঘটনা ঘটে। সম্প্রতি ঝড় ও বজ্রপাতের ঘটনায় ঘর ভেঙে, তড়িতাহত, গাছ উপড়ে পড়ে দিল্লিতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়। বর্ষার আগে বা প্রবল বৃষ্টিপাতের আগে ঠিকমত আবহাওয়ার পূর্বাভাস থাকলে এমন ক্ষয়ক্ষতি, প্রাণহানি রুখে দেওয়া সম্ভব বলে দাবি আবহাওয়া দফতর। আর এখানেই Bharat Forecast System দারুণ কাজে দেবে বলে মনে করা হতে।

লঞ্চ হল ভারত ফোরকাস্ট সিস্টেমের

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)