বিদেশমন্ত্রী ডঃ সুব্র্যমন্যম জয়শঙ্কর ২ দিনের সফরে নেপাল পৌঁছেছেন। সেদেশের বিদেশমন্ত্রী এন. পি. সাউদের আমন্ত্রণে কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে চলা ‘ভারত-নেপাল যৌথ কমিশন’-এর সপ্তম বৈঠকে সহ-সভাপতিত্ব করতেই তাঁর এই নেপাল সফর।১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ‘ভারত-নেপাল যৌথ কমিশন’-এর বৈঠকে অংশ নেবার পাশাপাশি উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তাঁরা। এছাড়া নেপালের শীর্ষ নেতৃত্ব ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গেও মত বিনিময় করবেন ড. জয়শঙ্কর।বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় নেপাল একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক বিনিময়ের ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যেতেই বিদেশমন্ত্রীর এই নেপাল সফর বলে উল্লেখ করা হয়েছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)