আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ গুজরাট অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। আইএমডির পূর্বাভাস অনুসারে, আগামী তিন দিনে সৌরাষ্ট্র এবং উত্তর গুজরাটের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সংবাদ মাধ্যম সূত্রের খবর বৃষ্টির পূর্বাভাসের মধ্যে আজ দক্ষিণ গুজরাটের কয়েকটি জায়গায় এবং সৌরাষ্ট্র অঞ্চলের কিছু অংশে প্রধানত ভালসাদ, নভসারি, ভরুচ এবং জুনাগড়ে আজ হালকা বৃষ্টি হয়েছে।
ভারতের পশ্চিম প্রান্তে মুম্বই ও শহরতলি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে।শহরের বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন।গতকাল (২৫সেপ্টেম্বর, ২০২৪) ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে কমপক্ষে ১৪টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়।ব্যাহত হয় ট্রেন চলাচলও।অবিরাম বৃষ্টির জেরে থানের মুম্ব্রা বাইপাসে ভূমিধ্বসের জেরে আটকে পড়ে একাধিক যানবাহন।বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন, মুম্বইয়ের সমস্ত স্কুল-কলেজে আজ ছুটি ঘোষণা করেছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
As earlier said, the monsoon withdrawal from IMD is done in a hurry. There is no WD to support these storms but they are associated with Westward propagating Rossby and monsoon dynamics.
Scattered rains will occur in #Ahmedabad, Many parts of #Gujarat, SW #Rajasthan during next… https://t.co/iFTQuDxhS2 pic.twitter.com/UC4cWO24qR
— IndiaMetSky Weather (@indiametsky) September 25, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)