দাদা-বোন, দুজনেই এখন সংসদে বিরোধীদের তুরুপের তাস। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সংসদে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ও ওয়ানাড়ে উপনির্বাচনে জিতে সদ্য সাংসদ হওয়া প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা-র বক্তৃতা ইন্ডিয়া জোটের নেতাদের মনোবল বাড়িয়েছে। গতকাল, শুক্রবার সংবিধান পরিবর্তনের অভিযোগ থেকে জাতি সুমারি বা কাস্ট সেনসাস, রাষ্ট্রয়াত্ত সংস্থা বিক্রি, বিধায়ক কেনাবেচা সহ নানা ইস্যুতে তোপ দাগেন। এরপর এদিন শনিবার রাহুল লোকসভায় আদানি ইস্যু থেকে সংবিধান প্রসঙ্গ, হাথরাস নিয়ে বিজেপি, মনোদীর বিরুদ্ধে সরব হোন। দু'দিনই সংসদে বসে রাহুল ও প্রিয়াঙ্কার বক্তব্য শোনেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা।
এদিন সংসদ ভবন ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের আসানসোলের বলিউড তারকা-সাংসদ জানান, "রাহুলের চেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সংসদে বক্তৃতা বেশী ভাল লেগেছে। প্রিয়াঙ্কার কথার ধার দাদা রাহুলের চেয়ে অনেক বেশী ছিল বলে শত্রুঘ্ন সিনহা জানান। শনিবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তৃতা নিয়ে শত্রুঘ্ন বলেন, " ও বেশ ভালই বলেছে। তবে রাহুলের বক্তব্য আরও একটু দীর্ঘ হলে আরও ভাল হত বলে শত্রুঘ্ন মনে করেন।
দেখুন ভিডিয়ো
#WATCH | On Lok Sabha LoP Rahul Gandhi's speech, TMC MP Shatrughan Sinha says, "...People felt that it was a little short speech and that he should have spoken a little more. But it was a really good speech...But I feel that so far, Priyanka Gandhi's speech was far better.… pic.twitter.com/FS6CjHwisG
— ANI (@ANI) December 14, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)