ফের একটি কুকুরের (Stray Dog) হামলার ভিডিয়ো সামনে এল। যে ভিডিয়োতে (Dog Attack Video) দেখা যায়, ৩টি কুকুর হামলা চালায় এক শিশুর উপর। ৫ বছরের ওই শিশুটি যখন রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে শুরু করে, সেই সময় তার উপর হামলে পড়ে ৩টি কুকুর। এরপর ওই ৩টি কুকুর প্রায় ছিঁড়ে খাওয়ার উপর করে। রাস্তার উপর ৩টি প্রায় একসঙ্গে ওই শিশুটিকে কামড়ে, ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে। তেলাঙ্গানার কাশিপেটে এমনই একটি ছবি দেখা যায়। ওই শিশুটিকে যখন কুকুরগুলি কামড়ে, ক্ষতবিক্ষত করতে থাকে, সেই সময় এক মহিলা ছুটে যান এবং শিশুটিকে উদ্ধার করেন। তিনি কুকুরগুলিকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
সম্প্রতি রাস্তার কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের তরফে পরপর দুটি নির্দেশ দেওয়া হয়। রাস্তার কুকুরদের কোনওভাবে দিল্লিতে যেখানে সেখানে খেতে দেওয়া যাবে না। কেউ যদি এমন করেন, তাহলে তাঁকে শাস্তির মুখে পড়তে হবে বলে জানায় শীর্ষ আদালত।
তবে সুপ্রিম নির্দেশের পরও রাস্তার কুকুরের হামলার ঘটনা একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করেছে।
দেখুন তেলাঙ্গানায় কীভাবে বছর ৫-এর শিশুকে ছিঁড়ে খাওয়ার উপক্রম করে রাস্তার কুকুররা...
Trigger Warning Disturbing video:
A 5-year-old girl was seriously injured, when a pack of three #StrayDogs Pounced on her, Dragged and Mauled her, near the #Telangana Model school in #Muthyampalli village, #Kasipet of #Mancherial district. Responding to girl's cries, locals… pic.twitter.com/YKVNkBR6gM
— Surya Reddy (@jsuryareddy) September 9, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)