রেমন্ডের প্রাক্তন চেয়ারম্যান বিজয়পতি সিংহানিয়ারক বিস্ফোরক দাবি। ছেলে গৌতম সিংহানিয়া সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দাবি করেছিলেন, বাবার সঙ্গে তার সব সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে। কিন্তু বিজয়পত সিংহানিয়া দাবি করলেন, সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে তাঁর ছেলে গৌতম আসলে বিভ্রান্ত করার চেষ্টা করেন। ছেলের সঙ্গে তাঁর ছবি নিয়ে রেনল্ডের প্রাক্তন কর্তা বিজয়পতির দাবি, " আমার সঙ্গে কফি পান করবে বলে আমায় পাঁচ মিনিট দিতে চেয়েছিল ও। আমি অনিচ্ছা সত্ত্বেও সেখানে গিয়েছিলাম। বুঝতে পারিনি যে ওর আসল উদ্দেশ্য ছিল আমার সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় দিয়ে মিডিয়ার কাছে ভুল বার্তা দেবে।"
অভিযোগ, বাবা বিজয়পতি সিংহানিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন রেনল্ডের বর্তমান চেয়ারম্যান ও এমডি গৌতম সিংহানিয়া। স্ত্রী নওয়াজ মোদী সিংহানিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর গৌতম তার বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে জড়ান। ছেলের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদের পর বিজয়পত দাবি করেন, তাঁর হাতে আর কোনও অর্থ নেই।
দেখুন খবরটি
VIDEO | Here's what Vijaypat Singhania said on reconciliation with his son Gautam Singhania after a social media post shared by the latter.
"He (Gautam Singhania) said he will only take five minutes of my time over a cup of coffee. I went most reluctantly, not realising that it… pic.twitter.com/FS9Gcc8GS5
— Press Trust of India (@PTI_News) March 26, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)