ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের (Uttarakhand) বহু এলাকায় ধস নেমেছে। পরিস্থিতি ক্রমেই আরও ভয়ানক চেহারা নিচ্ছে। যার জেরে বৃহস্পতিবারের পর শুক্রবারও সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে কেদারনাথ যাত্রা। গৌরীকুণ্ড থেকে এক কিলোমিটার দূরে ছোড়ি গাধেরেতে ধস নেমে রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আটকে পড়েছেন বহু দর্শনার্থী। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়েছে। উত্তরাখণ্ডের বর্তমান পরিস্থিতির কথা বিচার করে প্রশাসনের তরফে আপাতত কেদারনাথ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেদারনাথ যাত্রা (Kedarnath Dham Yatra) পুনরায় কবে চালু হবে সেই বিষয়ে আপাতর কিছু জানানো হয়নি।

আপাতত বন্ধ কেদারনাথ যাত্রাঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)