জুলাইয়ের শেষ দিনে হরিয়ানার নুহ-তে অশান্তির যে দাবানল লেগেছিল প্রায় দু মাস হয়ে গেল। ওই হিংসাত্মক সংঘর্ষে প্রাণ গিয়েছিল ৬ জনের, গুরুতর জখম হয়েছিলেন ৮৮ জন।একের পর এক গাড়িতে লাগানো হয়েছিল আগুন।ভাংচুর করা হয়েছিল একাধিক দোকান। হরিয়ানা পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত দায়ের করা হয়েছে ৫৬টি এফআইআর। গ্রেফতার করা হয়েছে ১৫৬ জনকে। ওই সংঘর্ষের আগুন ছড়িয়ে পড়েছিল গুরুগ্রাম, রেওয়াড়িতে।

এবার হরিয়ানার সেই নুহতে  বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) ডাকে আজ একটি  পদ যাত্রার আহ্বান জানানো হয়েছে। সেই যাত্রার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হরিয়ানা পুলিশের তরফে। রাত থেকেই নুহ-গুরুগ্রাম সীমান্তে বসানো হয়েছে গার্ড রেল। চলছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি।হরিয়ানা পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর ধরমবীর সিং বলেছেন, "নুহ-গুরুগ্রাম সীমান্তে, আমরা সন্দেহভাজন লোকদের প্রবেশ করার আগে তাদের পরীক্ষা করছি। যাদের কাছে নুহ জেলার পরিচয় পত্র রয়েছে তাদের কেবল প্রবেশ করতে অনুমতি দেওয়া হচ্ছে। চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। র (ভিএইচপি) যাত্রার আহ্বান"

আজ সকালেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঘটনায় মোতায়েন আছে পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনী সবই। হরিয়ানা পুলিশের ইন্সপেক্টর কুলদীপ সিং বলেছেন, "এখানের পরিস্থিতি এখনো শান্তিপূর্ণ।  বিশ্ব হিন্দু পরিষদকে এই  যাত্রা করার অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র নুহের এর  স্থানীয়দের জেলায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।"

দেখুন সকালের ছবি-

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)