আজ দেশজুড়ে পালিত হচ্ছে গুরু নানক জন্ম জয়ন্তী। গুরু নানক তাঁর বার্তায় শান্তির বাণী রেখেছেন। পথ দেখিয়েছেন অগণিত মানুষকে। জীব সেবার নানান পথ দেখিয়ে তিনি সমাজ কল্যাণেরও এক অনন্ত মহীরুহ হয়ে ওঠেন। তিনি দিক দিগন্তে গিয়ে ‘ইক ওঙ্কার’ (এক ঈশ্বর) এর প্রচার করেন। তিনি যে পথ দেখিয়েছেন, তার সমস্তটাই ধরা রয়েছে তাঁর বাণীতে। এবার মানব সেবাতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি ঘোষণা করেছেন যে গুরুগ্রামে প্রায় ১০০০ কোটি টাকা ব্যয়ে ৭০০ শয্যার একটি সরকারি হাসপাতাল তৈরি করা হবে যার নাম শ্রী গুরু নানক দেব জির নামে রাখা হবে। এর পাশাপাশি হরিয়ানার একটি বিশ্ববিদ্যালয়ে গুরু নানক দেব জির নামে একটি চেয়ারও স্থাপন করা হবে।
मुख्यमंत्री श्री @NayabSainiBJP ने आज विधानसभा में सरकारी संकल्प पेश किया।
सीएम ने कहा कि गुरूग्राम में बनाए जा रहे 700 बेड के सरकारी अस्पताल का नाम श्री गुरू नानक देव जी के नाम पर होगा। साथ ही गुरू नानक देव जी के नाम पर एक चेयर स्थापित करने का भी फैसला लिया। यह प्रस्ताव सदन में… pic.twitter.com/xc3JgHJ5I5— CMO Haryana (@cmohry) November 14, 2024
গতকাল বিধানসভায় শ্রী গুরু নানক দেব জির ৫৫৫ তম প্রকাশ পর্বের প্রাক্কালে একটি সরকারী রেজোলিউশন এ মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন।তার এই প্রস্তাব হাউস সর্বসম্মতিক্রমে পাস করেছে ।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)