এক নাগাড়ে বৃষ্টিতে ক্রমশ খারাপ হচ্ছে গুজরাটের (Gujarat) পরিস্থিতি। ফলে গুজরাটের নর্মদা বাধ (Narmada Dam) থেকে সোমবার একবারে ৩৯৫,০০০ কিউসেক জল ছাড়া হয়। রিপোর্টে প্রকাশ, নর্মদা বাধের পরপর ২৩টি গেট খুলে দেওয়া হয়। ফলে একবারে ৩৯৫,০০০ কিউসেক জল বাধ থকেে বের করে দেওয়া হয়। অতিরিক্ত বৃষ্টিতে যেমন নর্মদা নদী ফুলেফেঁপে উঠতে শুরু করেছে, তেমনি বাধের ২৩টি লকগেট খুলে দেওয়া হয়। ফলে পরপর ২৮টি গ্রামকে সতর্ক করা হয় জেলা প্রশাসনের তরফে।
নর্মদা বাধের ২৩টি গেট খোলার পর সেখানকার কী অবস্থা হয় দেখুন...
Rajpipla, Gujarat: Narmada Dam has released a total of 395,000 cusecs of water by opening 23 gates. Collector S.K. Modi has urged residents to stay cautious due to the ongoing heavy rainfall in the district. The district administration has also issued an alert for 28 villages… pic.twitter.com/e8R4wUemya
— IANS (@ians_india) August 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)