তেলাঙ্গানায় বিধানসভা ভোটে কংগ্রেসের কাছে পরাস্ত হওয়ার পর থেকেই ক্রমশ দুর্বল হচ্ছে ভারত রাষ্ট্রীয় সমিতি (BRS)। লোকসভা ভোটের মুখে কেসিআর কন্যা কে কবিতার গ্রেফতারির পর রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বদল আসার কথা বলছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে বিআরএস বিধায়ক আরোরি রমেশ দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। বিজেপির রাজ্য সভাপতি জি কিষাণ রেড্ডি দলীয় পতাকা তুলে দিলেন রমেশকে। এর আগে বিআরএসের তিন বড় নেতা কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এখনও তেলাঙ্গানায় কোনও বড় দলই প্রার্থী তালিকা প্রকাশ করেনি। রাজ্যের ১৪টি লোকসভা কেন্দ্রে এবার জোর লড়াই।

তবে ভোট যত এগিয়ে আসছে কেসিআর-এর দলের অবস্থা তত খারাপ হচ্ছে। খুব সম্ভবত কংগ্রেসকে হারাতে বিজেপির সঙ্গে জোট গড়বে বিআরএস। তবে ইডি-র হাতে মেয়ে কবিতার গ্রেফতারির পর কেসিআর-এর পক্ষে এনডিএ-তে যোগ দেওয়া কঠিন হবে।

দেখুন ভিডিয়ো

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)