থাই স্মাইল এয়ারওয়েজের (Thai Smile Airways) একটি বিমান গত মঙ্গলবার ব্যাংকক থেকে ভারতে যাচ্ছিল। সাম্প্রতিক সেই ফ্লাইটে কিছু যাত্রীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা অন্যান্য যাত্রী এবং বিমানসেবিকাদের আতঙ্কিত করে। ঘটনার ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একে অপরের সঙ্গে তর্কবিতর্ক করছেন। এক বিমানসেবিকা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। একজনকে অন্যজনকে বলতে শোনা যায়, 'হাথ নীচে কর', যার অর্থ 'হাত নিচে নামাও'। লোকটিকে চশমা খুলে ফেলতে দেখা যায়। তারপর অন্য লোকটিকে আঘাত করতে শুরু করে সে এবং তাঁর বন্ধুরা ঝগড়ায় যোগ দেয়। অন্য লোকটি পাল্টা আঘাত করে না, কেবল আঘাতকে আড়াল করার চেষ্টা করে।
সহযাত্রী ও বিমানসেবিকাদের ওই ব্যক্তিকে থামতে ও শান্ত হতে অনুরোধ করতে শোনা যায়। তারপর একজন বিমানসেবিকা দুজনকে আলাদা করতে সফল হন।
Bangkok To kolkata flight ??? pic.twitter.com/8KyqIcnUMX
— Munna _Yadav ?%FB (@YadavMu91727055) December 28, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)