পাটনা থেকে রাঁচী বন্দে ভারত(Vande Bharat) এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হল।সোমবার ভারতীয় রেলের পক্ষ থেকে সকাল ৬.৫৫ মিনিটে এই ট্রায়াল রান শুরু করা হয়।পাটনা তেকে ৬.৫৫ মিনিটে ট্রেন ছাড়ার পর তা সকাল ৮.২০ মিনিটে গয়াতে পৌছবে, এবং সেখান থেকে রাচী পৌছবে বেলা ১ টা নাগাদ।
আবার রাচী থেকে পাটনা ফেরার জন্য দুপুর ২.২০ মিনিটে ছাড়বে এই ট্রেন।তারপর সন্ধ্যে ৭ টার সময় গয়ার পৌছবে। এরপর রাত্রি ৮.২৫ মিনিটে পাটনা পৌছাবে এই ট্রেন। পাঁচ থেকে ছবার এই ট্রায়াল রান চালাবে রেল কর্তৃপক্ষ।তারপর তা সাধারণ মানুষের জন্য চালানো হবে বলে জানানো হয়েছে।
মাত্র ৬ ঘন্টারও কম সময়ের মধ্যে ৪১০ কিমি দুরত্ব অতিক্রম করবে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।
#WATCH | First trial of Vande Bharat Express conducted between Patna and Ranchi.
(Visuals from Patna Junction, Source: ECR) pic.twitter.com/PgyBLW1Z3P
— ANI (@ANI) June 12, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)