ষষ্ঠ দিনে পা দিল কৃষকদের আন্দোলন । দিল্লি যাওয়ার পথে বর্তমানে শম্ভু বর্ডারের কাছে অবস্থানরত অবস্থায় রয়েছেন কৃষকরা। পাঞ্জাব কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা জানান, সরকার কিছু সময় চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বিষয়টি আলোচনার জন্য।

সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষান মজদুর মোর্চার তরফে দিল্লি চলোর ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের কাছে নিজেদের দাবি আদায়ের সপক্ষে এই ডাক দিয়েছেন কৃষকেরা।

পাঞ্জাবের কৃষকদের পক্ষ থেকে দিল্লি চলোর যাত্রা শুরু করা হয় কিন্তু পরে নিরাপত্তাকর্মীদের তরফে শম্ভু সীমান্ত এবং কানাউরি সীমান্তে তাদের আটকতে দেওয়া হয়। হরিয়ানা ও পাঞ্জাব সীমান্তের মধ্যে আপাতত তারা রয়েছেন।

এর আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা জানিয়েছেন যে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা চলছে এবং রবিবারেও একটি আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কেন্দ্রের সঙ্গে তৃতীয়বারের মত কথাবার্তা সম্পন্ন করেছে কৃষকরা। শম্ভু সীমান্তের কাছে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার কৃষকদের তরফে পাথর ছোঁডাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয় কৃষকদের ছত্রভঙ্গ করতে।

পুলিশের সঙ্গোে বেশ কয়েক দফায় হাতাহাতিও হয় কৃষকদের। তবে নিরাপত্তা ব্যারিকেড ভাঙা এখনও পর্যন্ত সম্ভব হয়নি।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)