তাঁর জন্য পুরো রেড কার্পেট পাতা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে টেসলা তথা এক্স সিইও ইলন মাস্ক-কে স্বাগত জানাতে তৈরি ছিলেন। বিরোধীরা তা নিয়ে কটাক্ষ করে নির্বাচনের ভরা মরসুমে মাস্কের ইভেন্টকে মোদীর প্রচারের বড় অস্ত্র বলছিলেন। কিন্তু সবাইকে অবাক করে ভারত সফর পিছিয়ে মাস্ক জানিয়ে ছিলেন, টেসলার কাজে তিনি খুব ব্যস্ত থাকায় এখনই ভারতে যেতে পারছেন না। ভারতে না এসে মাস্ক এখন চিনে গেলেন। চিন সফরে এসে মাস্ক সাংহাইয়ে টেসলার স্বয়ংক্রিয় গাড়ির উতপাদন ও বিক্রি নিয়ে বড় কিছু চুক্তি পারেন বলে জল্পনা। আমেরিকার বাইরে মাস্ক সবার আগে চিনেই তাঁর টেসলা গাড়ির ব্যবসা নিয়ে গিয়েছিলেন।
সূত্রের খবর, চিনে টেসলার বিনিয়োগ নিয়ে আরও সময় দিতে চান মাস্ক। এরপরেও সেটা না হলে, ভারত, ইন্দোনেশিয়া বা আফ্রিকার কোনও দেশ নিয়ে তিনি ভাবতে পারেন।
দেখুন খবরটি
#ElonMusk arrives in #China days after postponing #India visithttps://t.co/lOlSyrbZCj pic.twitter.com/knj6NOA5B2
— Hindustan Times (@htTweets) April 28, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)