নির্বাচন কমিশন আজ ৩৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়ে মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তাদের একদিনের কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালায় ভারতের নির্বাচন এবং তাঁর আইনি ও তথ্যগত এবং নিয়ম সংক্রান্ত বিভিন্ন গুরুত্ব নিয়ে আলোচনা হবে। নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং র উপস্থিতিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এই কর্মশালার সূচনা করবেন।

সিইও অফিসের মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তাদের জন্য কর্মশালাঃ

অন্যদিকে আগামী ১৭ই সেপ্টেম্বর রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আগামী ১৮ই এবং ১৯শে সেপ্টেম্বর তিনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সব জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরী পর্যায়ে বৈঠক করবেন। এস আই আর নিয়ে এই মুহূর্তে তাঁরা কতটা প্রস্তুত রয়েছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে কমিশন সূত্রে খবর। এর পাশাপাশি তিনি বেশ কয়েকটি জেলাতেও সরেজমিনে প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে যাবেন। এরপর কুড়ি তারিখ তিনি দিল্লি ফিরে যাবেন।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)