নয়াদিল্লিঃ বেপরোয়া গতি। মত্ত (Drunk) অবস্থায় পুলিশ (Police) কনস্টেবলকে (Constable) গাড়ি (Car) দিয়ে ধাক্কা। গাড়ির কাচ ভেঙে উদ্ধার করা হল মদ্যপ চালককে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। অভিযুক্তের নাম নন্দকৃষ্ণ। শুধু ওই পুলিশ অফিসারকেই নয় সামনে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারে সে। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না সে। এই অবস্থায় গাড়ি চালাচ্ছিল ওই যুবক। জানালার কাচ ভেঙে তাকে উদ্ধার করে পুলিশ। এই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।। তার বিরুদ্ধে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আহত পুলিশ অফিসারকে।
নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, মত্ত অবস্থায় বিশাল বড় দুর্ঘটনা ঘটাল যুবক, ভাইরাল ভিডিয়ো
Drunk Man Rams Car Into Police Barricade, Hits Cops In Bengaluru https://t.co/YK9JDF1URY pic.twitter.com/qp9HAg0zvn
— NDTV (@ndtv) May 26, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)