Dehradun Rape: উত্তরাখণ্ডের দেরাদুনে চাঞ্চল্যকর ঘটনা। এক নাবালক কিশোরকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হল ২৪ বছরের জিতেন্দ্র কুমার নামের এক ব্যক্তিকে। নির্যাতিত-র বাবা পুলিশকে জানান, ক'দিন আগে তিনি জিতেন্দ্র কুমার নামের বছর ২৪-এর এক ব্যক্তিকে গরুপালনের কাজে রেখেছিলেন। সেই ব্যক্তিই লোভ দেখিয়ে ডেকে এনে গোয়ালে নিয়ে গিয়ে তার ছেলেকে ধর্ষণ করে। কয়েকটা দিন ধরে তার ছেলে বেশ চুপচাপ ছিল, একা একা কাঁদত। পরে সে সব কথা জানায়। ধর্ষণের কথা বাড়ির লোককে বললে ছেলেটিকে খুন করার হুমকিও দিয়েছিল জিতেন্দ্র।

অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্তে ছেলেটিকে ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হয় পুলিশ। জিতেন্দ্রকে জেরা চলছে। পকসো আইনে ভারতীয় দণ্ডবিদি অনুসারে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ছেলেটিও তাকে ধর্ষণের কথা পুলিশের সামনে বলেছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে জানা যাচ্ছে।

নাবালককে ধর্ষণের দায়ে গ্রেফতার অভিযুক্ত

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)