আট মাস আগে ধুমধাম করে মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজীর মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সোমবার দুপুর ১টা নাগাদ মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালভানে রাজকোট দুর্গে ভেঙে পড়ে ছত্রপতি শিবাজীর সেই ৩৫ ফুট উঁচু একটি পূর্ণাবয়ব মূর্তি। শিবাজীর মূর্তি ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের পদত্যাগেরও দাবি করে বিরোধীরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইতিমধ্যেই জায়গায় জায়গায় প্রতিবাদে সামিল হয়েছে।
আজ সকালে মহা বিকাশ আঘাদি জোট ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভেঙ্গে পড়ার ঘটনার প্রতিবাদে মুম্বইয়ের হুতাত্মা চক থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেছে। এনসিপি-এসসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে এবং অন্যান্য নেতাদের পাশাপাশি কর্মীরাও মিছিলে যোগ দেন।
#WATCH | MVA (Maha Vikas Aghadi) holds a protest march in Mumbai from Hutatma Chowk to Gateway of India, over Chhatrapati Shivaji Maharaj's statue collapse incident.
NCP-SCP chief Sharad Pawar, Shiv Sena (UBT) chief Uddhav Thackeray, Maharashtra Congress chief Nana Patole and… pic.twitter.com/Nr1aGhCMTA
— ANI (@ANI) September 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)