আট মাস আগে ধুমধাম করে মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজীর মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সোমবার দুপুর ১টা নাগাদ মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালভানে রাজকোট দুর্গে ভেঙে পড়ে ছত্রপতি শিবাজীর সেই ৩৫ ফুট উঁচু একটি পূর্ণাবয়ব মূর্তি। শিবাজীর মূর্তি ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের পদত্যাগেরও দাবি করে বিরোধীরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইতিমধ্যেই জায়গায় জায়গায় প্রতিবাদে সামিল হয়েছে।
আজ সকালে মহা বিকাশ আঘাদি জোট ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভেঙ্গে পড়ার ঘটনার প্রতিবাদে মুম্বইয়ের হুতাত্মা চক থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেছে। এনসিপি-এসসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে এবং অন্যান্য নেতাদের পাশাপাশি কর্মীরাও মিছিলে যোগ দেন।
#WATCH | MVA (Maha Vikas Aghadi) holds a protest march in Mumbai from Hutatma Chowk to Gateway of India, over Chhatrapati Shivaji Maharaj's statue collapse incident.
NCP-SCP chief Sharad Pawar, Shiv Sena (UBT) chief Uddhav Thackeray, Maharashtra Congress chief Nana Patole and… pic.twitter.com/Nr1aGhCMTA
— ANI (@ANI) September 1, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)