বিয়ের পণে পাত্রপক্ষ বহুমূল্যের এসইউভি গাড়ি এবং ২৫ লক্ষ টাকার নগদ অর্থ দাবি করেছিল। কনের বাবা অনেক কষ্ট করে একটি সাধারণ গাড়ি ও নগদ ১৫ লক্ষ টাকা পণ দিয়ে বিয়ে দেন। পণের চাহিদা পুরোপুরি না মেটায় বিয়ের পর থেকে স্ত্রী-র ওপর অত্যাচার করতে থাকে স্বামী (৩২ বছর বয়স)। স্বামীর পাশাপাশি মেয়েটির ওপর নির্যাতন চালাত শাশুড়ি (৫৬), ননদ (৩৬), ভাসুর (৩৮)। এরপরের ঘটনা শুনলে আঁতকে উঠতে হয়।
জোর করে HIV ইঞ্জিকেশন!
তার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকেরা জোর করে এইচআইভি (HIV) ইঞ্জিকেশন দিয়ে এডস রোগের দিকে ঠেলে দিতে চাইছে বলে আদালতের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। সাহারানপুরের আদালতে মামলা পেশ করে সেই ব্যক্তি জানিয়েছেন, পণের পুরো টাকা আর দাবি না মেটানোয় তার মেয়ের ওপর অকথ্য মানসিক নির্যাতন চালাচ্ছিল তার জামাই।
জামাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্বশরের
A court in #Saharanpur has ordered #UPPolice to file a criminal complaint against the in-laws of a 30-year-old woman for allegedly injecting her with an HIV-infected syringe after her parents failed to meet dowry demands.
Know more 🔗 https://t.co/fQkLzyrE8B#Dowry… pic.twitter.com/KoGJstXkDL
— The Times Of India (@timesofindia) February 15, 2025
ফের বিয়ে করে পণের টাকা হাতানোর কৌশল!
অন্য একটি বিয়ে করে পণের টাকা পাওয়ার লোভেই পাত্র পক্ষ তার মেয়ের ওপর অত্যাচার চালাচ্ছে বলে বাবার অভিযোগ। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশ আদালতে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে চলেছে। ২০২৪ সালের মে মাসে হরিদ্বারে এই ঘটনা ঘটে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)