গণনার ২ ঘন্টা বেশি সময় পেরিয়ে গিয়েছে। আর তাতে দেখা যাচ্ছে দেশজুড়ে ২৯২-এর বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। অন্যদিকে, ২২১টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আর এই ট্রেন্ডিং সামনে আসতেই উৎসবের মেজাজে বিজেপির কর্মী সমর্থকেরা। বিভিন্ন এলাকায় গেরুয়া রং ওড়াতে শুরু করেছে তাঁরা। এই নিয়ে বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী তথা পটনার শাহিব কেন্দ্রের প্রার্থী রবি শঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) জানিয়েছেন, "জয় নিয়ে আর কোনও সন্দেহ নেই।মানুষ এনডিএ-র প্রার্থীদের অনেক আশীর্বাদ দিয়েছে। তার ফলেই বিজেপি প্রায় সব জায়গায় এগিয়ে রয়েছে। তবে কংগ্রেসরা হারলেই বিজেপির ওপর দোষ চাপাতে শুরু করেছে। ওঁরা হারলেই ইভিএম খারাপের অভিযোগ তোলে। বাংলায় তো তৃণমূল কংগ্রেস এই সব দাবি করছে না, উত্তরাখণ্ডের বেলাতেও এই অভিযোগ উঠছে না। তাহলে অনান্য রাজ্যের ইভিএম কেন খারাপ হবে?"
#WATCH | Patna: BJP MP and candidate from Patna Sahib constituency, Ravi Shankar Prasad says, "I have no doubts, I will make the final comments upon winning. All I can say is that ours will be a very decisive victory. People of India are blessing the NDA, under the leadership of… pic.twitter.com/CclkopyUEY
— ANI (@ANI) June 4, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)