সামনে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে রাজনৈতিক সংকট শুরু বিজেপিশাসিত হরিয়ানায় (Haryana)। সকলকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)। রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ের কাছে ইস্তফাপত্র তুলে দিলেন তিবি এবং বাকি বিজেপি বিধায়করা।

জানা যাচ্ছে, লোকসভা ভোটে আসন বন্টন নিয়ে হরিয়ানার আঞ্চলিক দল জেজেপির সঙ্গে মতানৈক্য দেখা দিচ্ছিল বিজেপির। উপ-মুখ্যমন্ত্রী তথা জননায়ক জনতা পার্টির সুপ্রিমো দুষ্মন্ত চৌটালার সঙ্গে বিবাদ চরমে পৌঁছেছিল খট্টরের। আর সেই কারণেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে চৌটালা বিজেপির সঙ্গ ছাড়লেও নির্দল বিধায়কদের এখনও সমর্থন রয়েছে খট্টরের ওপর।

তবে রাজনৈতিক মহলের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারেন খট্টর। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে অন্তত একজন মুখ্যমন্ত্রী ভোটে লড়বে। আর তাই মনে করা হচ্ছে খট্টর মুখ্যমন্ত্রী পদ ছেড়ে লোকসভা নির্বাচনে সাংসদ পদের জন্য লড়বে। যদিও এই নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)