কলকাতায় আগামী ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে ‘বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ‘ কর্মসূচি। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীন নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো স্থানীয় প্রতিভাবান যুবকদের অনুসন্ধান করে তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো।
কলকাতায় গত ২১ নভেম্বর এক সাংবাদিক বৈঠকে নেহেরু যুব কেন্দ্র সংগঠন পশ্চিমবঙ্গ শাখার রাজ্য অধিকর্তা অশোক সাহা জানিয়েছেন, বিকশিত ভারত গঠনের উদ্দেশ্য হলো শক্তিশালী যুব সম্প্রদায়কে গড়ে তোলা, যারা আগামীদিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি বিকশিত ভারতের সম্পর্কে যুব সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময়ের জন্য একটি প্লাটফর্ম প্রদান করা। তিনি বলেন, চারটি পর্যায়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৫শে নভেম্বর থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ে বিকশিত ভারত কুইজ প্রতিযোগিতা হবে। সেখানে ২৫ থেকে ২৯বছর বয়সীরা অংশ নিতে পারবে। এই পর্যায়ের উত্তীর্ণদের দ্বিতীয় পর্যায়ে ১০টি নির্দিষ্ট বিষয়ের ওপর রচনা লিখতে হবে। তৃতীয় স্তরে দ্বিতীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা রাজ্য স্তরের অনুষ্ঠানে অংশ নিতে পারবে। এই পর্যায়ে প্রতিযোগীরা তাদের নির্বাচিত বিষয়গুলি উপস্থাপনার মধ্যে দিয়ে জাতীয় স্তরে নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। চতুর্থ পর্যায়ে রাজ্য স্তরের উত্তীর্ণ দলগুলি ২০২৫সালের ১১ এবং ১২ই জানুয়ারি দিল্লিতে জাতীয় যুব উৎসবে অংশগ্রহণ করবে। সেখানে প্রধানমন্ত্রীর সম্মুখে তারা তাদের দৃষ্টিভঙ্গি এবং মতামত উপস্থাপন করতে পারবে।
 
Great opportunity to the young stars of this nation!!!
National Youth Festival 2025 brings the #ViksitBharatYoungLeadersDialogue. Starting November 25, young participants can compete on MY Bharat Portal and win an opportunity to present their ideas to PM @narendramodi. pic.twitter.com/ra4hRjju2G
— Pralhad Joshi (@JoshiPralhad) November 19, 2024
@BJP4India
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)