Voter List: দেশজুড়ে ভোটার তালিকায় কারচুপি, ভোটে গরমিলের বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংবাদিক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তে ভোটার তালিকায় গরমিলের কথা তুলে ধরেন কংগ্রেসের শীর্ষ নেতা তথা রায়বারেলির সাংসদ। একই বাড়িতে ২০০জন ভোটার থেকে একই নামের একই ব্যক্তির বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় নাম থাকার রাহুলের কিছু অভিযোগের ফ্যাক্টচেক বা সত্য অনুসন্ধান করে কিছুর সত্যতাও মিলেছে। এরই মাঝে বিহারের রোহতাস বিধানসভার (Rohtas Assembly) কাপুয়া গ্রামের এক পরিবারের ভোটার তালিকায় তাদের নামের জায়গায়, আছে শুধুই যতিচিহ্ন। কাপুয়া গ্রামের ১০৬ নম্বর বুথেক ১০ জনের ভোটারের নাম নেই, তার বদলে তাদের নামে লেখা আছে শুধু এই চিহ্নটি “.” চিহ্নটি। বিন্দু চিহ্নের নামের ভোটারদের বয়স ২৬ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন মহিলা। তাদের মধ্যে থেকে সাতজনের বাবার নামেও আছে শুধুই বিন্দু। স্বতন্ত্র সাংবাদিকতার দাবি করা সংবাদমাধ্যম 'নিউজল লন্ড্রি'র এক তদন্তে উঠে এসেছে এমন বিস্ফোরক খবর।
বিহারের বিধানসভা নির্বাচনের মুখে SIR বা বিশেষ নির্বাচনী সংশোধনী তালিকা করার উদ্দেশ্যই ছিল তালিকায় সংশোধনী করা। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব সহ বিরোধী নেতারা বেশ কয়েকটি জায়গা থেকে অনিয়মের অভিযোগ তুলছেন।
দেখুন খবরটি
In Bihar’s Kaupa village in Rohtas assembly constituency lives a family of dots.
On the voter list of booth number 106, 10 voters are recorded with just a single punctuation mark – “.” – as their name. Seven of their father’s names are also “.”. One is a woman named “.” married… pic.twitter.com/ZxWXOQNmdi
— newslaundry (@newslaundry) August 11, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)