আজ, শুক্রবার সকালে ছট পুজোর (Chattah Puja 2024) শেষদিনে সকালে সূর্যকে প্রণাম জানিয়ে প্রার্থনা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (CM Nitish Kumar)। বিহারের সবচেয়ে বড় উতসবে মাতলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চারদিনের ছট উতসবে সূর্য ও ছঠি মাইয়াক-কে উতসর্গ করে পুজো হয়। ছটপুজোয় মা ষষ্ঠী যাকে বিহারের বাসিন্দারা ছঠি মাইয়ে বলে থাকেন, তাঁর পুজো হয়। তিনি ব্রহ্মার মানসকন্যা।
চারদিনব্যাপী ছট পুজোর আজ শেষ তথা চতুর্থ দিন। আজ ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদন করা হচ্ছে। ভোরের আলো ফোটার আগেই পুন্যার্থীরা পূজা উপাচার এবং ফলমূল সহ নদীর ঘাটে স্নান ও প্রার্থনার উদ্দেশ্যে সমবেত হয়েছেন।এই উপাসনার পর শেষ হবে চারদিনের ব্রত। ভাঙবে ৩৬ ঘন্টার উপবাস। বিহারে এই ঊষাকালীন অর্ঘ প্রদানের জন্যে লক্ষ লক্ষ পুন্যারথি সমবেত হয়েছেন গঙ্গা, গণ্ডক, কোশী, মহানন্দা, বাগ মতি ও অন্যান্য নদীর ঘাটে। সূর্য উপাসনার পর হবে পারান, সেখানে ভক্তরা প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন।
ছটপুজোয় মাতলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
#WATCH | Bihar CM Nitish Kumar takes part in Chhath Puja on the last day of the festival, in Patna
(Video source: Bihar CMO) pic.twitter.com/bF98RLN4KA
— ANI (@ANI) November 8, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)